বেনাপোল সীমান্তে সচল পিস্তলসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে সচল পিস্তলসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে একটি সচল পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আঃ সাত্তার মোড়ল (৫০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চিহ্নিত সন্ত্রাসী সাত্তার মৃত জাহান আলী মোড়লের ছেলে।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার চিহ্নিত সন্ত্রাসী সাত্তার মোড়লের বসত বাড়ীর পূর্ব পার্শ্বে গোয়াল ঘরের ভিতরে অভিযান চালিয়ে একটি সচল লোহার তৈরী পিস্তল, ০৫ (পাঁচ) রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Top