বেনাপোলে পৃথক অভিযানে ৫২ বোতল ফেনসিডিল সহ আটক-২ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে পৃথক অভিযানে ৫২ বোতল ফেনসিডিল সহ আটক-২


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলে পৃথক অভিযানে ৫২ বোতল ফেনসিলি সহ একাধিক মামলার দুইজন মাদক ব্যবসায়ি আটক হয়েছে। শুক্রবার ভোর বেলা বেনাপোল পোর্ট থানার কাগমারি ও ভবেরবেড় থেকে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার কাগমারি গ্রামের আব্দুল আজিজ খোকনের স্ত্রী খাদিজা বেগম (৪০) ও ভবেরবেড় গ্রামের টিটু মিয়া (৩২)।বেনাপোল পোর্ট থানা সুত্র জানায়, পৃথক অভিযানে থানার গাজিপুর গ্রাম থেকে খাদিজাকে ৩৩ বোতল ও ভবেরবেড় গ্রাম থেকে টিটুকে ১৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করা হয়।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভ্ুঁইয়া বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৫২ বোতল ফেনসিডিল সহ দুই জনকে আটক করা হয়। এর মধ্যে একজন নারী মাদক ব্যবসায়ি।

Top