বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরিশালের কমিটি গঠন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরিশালের কমিটি গঠন


বিশেষ প্রতিনিধি :বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) রেজি:নং ৬/২০২২ বরিশাল জেলা কমিটি পূনর্গঠন করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) বেলা১১টায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে বিএমএসএফ প্রতিষ্ঠাতা ওট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর ৫১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলাকমিটি ঘোষণা করেন।ভার্চুয়ালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণসম্পাদক শিবলী সাদিক খান ও সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ হীরা। সভায়বরিশাল জেলা শাখার সাবেক সম্পাদক মরহুম মোশারফ হোসেনের রুহের মাগফিরাতকামনা করা হয়।আহমেদ আবু জাফর তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা করতে হলেকারো রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না। কোন অপরাধীকে দিয়ে সাংবাদিকদের মর্যাদারক্ষা করা যায়না; অধিকার, দাবিতো দূরের কথা। বিএমএসএফ অপরাধীদের কোন পদেরদায়িত্বেও রাখেনা। সংগঠনকে ঢেলে সাজাতে রাক্ষুসে সাংবাদিকমুক্ত বিএমএসএফগড়ে তুলতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি সত্যকে সত্য এবং মিথ্যাকেমিথ্যা লেখার সাহসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ এবং অপপ্রচারকারীদের বিষয়ে সতর্কথাকার থাকার আহবান জানান।বরিশাল জেলা শাখার কমিটিতে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সকালের বার্তাপত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক এবং মোহনা টেলিভিশনের বরিশালবিভাগীয় প্রধান শেখ শামীমকে সভাপতি ও পল্লী জনপদ’র প্রকাশক ও সম্পাদক মোঃআফছার উদ্দিন মৃধাকে সাধারণ সম্পাদক এবং মারুফ হোসেনকে (দৈনিক তালাশ)
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে এক বছর মেয়াদে ৫১ সদস্য বিশিষ্ট ওইকমিটি ঘোষনা করা হয়। বুধবার ২৩ মার্চ বেলা ১১টায় ভার্চুয়াল এক সভায়বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর একমিটি ঘোষণা করেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: জাকিরহোসেন (দখিনের মুখ), কাজী জাহাঙ্গীর (সম্পাদক, দৈনিক দখিনের খবর), আহমেদরনি (বাংলাদেশের খবর/সম্পাদক,তারুণ্যের বার্তা), তালুকদার মাসুদ (সম্পাদক,বরিশালের কথা)।অন্যদিকে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জুয়েল রানা(আজকের বার্তা), জসিম উদ্দিন (সম্পাদক, দৈনিক হিরন্ময়), অলিউর রহমান(সকালের বার্তা), কামাল হোসেন (বাংলাভিশন টিভি)।দপ্তর সম্পাদক বেলাল হোসেন (সকালের বার্তা) মো: ফেরদাউস সহ-সাংগঠনিকসম্পাদক (ভারপ্রাপ্ত সম্পাদক, বরিশাল ক্রাইম), প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন

বায়েজিদ (ভোরের অঙ্গীকার), সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক অপূর্ব বাড়ৈ(মোহনাটেলিভিশন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম (বরিশাল সমাচার),অর্থ-সম্পাদক মেহেদি তামিম (আজকের বার্তা)।কার্যনির্বাহি সদস্য হিসেবে রয়েছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধকমিটির বরিশালের সভাপতি ও নিউনেশন প্রতিনিধি মাসুদ রানা, খোকন আহমেদহীরা (জনকন্ঠ বরিশাল ব্যুরো প্রধান), আরিফ হোসেন(ব্যুরো প্রধান আমার সংবাদ)এম আর প্রিন্স(মানবজমিন), মামুন অর রশিদ (সম্পাদক, বরিশাল বানী), মনিরহোসেন (বাংলাদেশ বুলেটিন), মশিউর মন্টু (স্বাধীন বাংলা/ভোরের অঙ্গীকার), আবুবকর সিদ্দিক (বিজনেস বাংলাদেশ), বিএমএসএফের বাকেরগঞ্জের সাবেক সভাপতিমনির হোসেন (দৈনিক পরিবর্তন), বর্তমান সভাপতি ও মানবকন্ঠ প্রতিনিধিরিয়াজ শরীফ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউল হকজিয়া (কলমের কন্ঠ বাকেরগঞ্জ), আল-আমিন হোসেন (প্রতিদিনের সংবাদ, বাবুগঞ্জ),বিএমএসএফ মেহেন্দিগঞ্জের আহবায়ক মনির দেওয়ান (আজকের বার্তা) ও ইউসুফআলী সৈকত (মেহেন্দিগঞ্জ)।এদিকে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরিশাল এর নব-নির্বাচিত ওইকমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশালপ্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিনবাবুল ও সাধারণ সম্পাদক দৈনিক মতবাদের প্রকাশক ও সম্পাদক এবং দখিনের মুখ এরসম্পাদক এস এম জাকির হোসেন।বিএমএসএফ আশা করে নবগঠিত বরিশাল জেলা শাখার নেতৃত্বে সাংবাদিকদের ১৪দফা দাবি আদায়ের আন্দোলন বিভাগ ব্যাপী জোড়ালো ভুমিকা রাখবে। পদাধিকারবলেজেলার প্রতিটি উপজেলা শাখার সভাপতি/সম্পাদককে কমিটিতে স্থান দেয়া হবে।

Top