বরিশালে ২৫ মার্চ দুই হাজার চক্ষুরোগীর ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ২৫ মার্চ দুই হাজার চক্ষুরোগীর ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন


খোকন হাওলাদার, নিজস্ব প্রতিবেদক:নগরীসহ সদর উপজেলার চক্ষুরোগীদের কাছে তিনি হয়ে উঠেছেন বিপন্ন চোখের আলো। অন্ধজনের চোখে আলো ফিরে আসলেই তিনি আত্মতৃপ্তি লাভ করেন। ইতোমধ্যে তার সেবায় দৃষ্টি ফিরে পেয়েছেন বিভিন্ন বয়সের অসংখ্য নারী-পুরুষ।শুধু কি তাই। করোনা প্রাদুর্ভাবের সময় তিনি তার স্বেচ্ছাসেবকদের দিয়ে বিনামূল্যে অক্সিজেন সেবার পাশাপাশি অসংখ্যবার দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শিক্ষা, ধর্ম, চিকিৎসা, কন্যাদ্বায়গ্রস্থ পিতাকে আর্থিক সহায়তা, দরিদ্র পরিবারকে স্বাবলম্ভী করতে নানা উদ্যোগ গ্রহণ, সমাজের যেকোন উন্নয়নমূলক কাজসহ এমন কোথাও নেই যে তার ছোঁয়া নেই।শুধুমাত্র এলাকার মানুষের প্রতি ভালবাসার তাগিদ থেকে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে নিরবে এসব মহৎ কাজ করে যাচ্ছেন প্রচারবিমুখ নিঃস্বার্থপরায়ন ব্যক্তি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামে জন্মগ্রহণ করা সালাহউদ্দিন রিপন (৪০)। পেশায় একজন সফল ব্যবসায়ী সালাহউদ্দিন রিপনের আর্থিক সফলতা এলাকার মানুষের হৃদয়ে পিরামিডের মত দৃঢ়।তার (রিপন) প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী এস.আর সমাজকল্যাণ সংস্থার কয়েকশ’ স্বেচ্ছাসেবীদের মাধ্যমে নিরবে নগরীসহ সদর উপজেলার অসহায় পরিবারদের স্বাবলম্ভী করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। সালাহউদ্দিন রিপনের এস.আর সমাজকল্যাণ সংস্থার সব সেবা কার্যক্রম এখনও চলমান রয়েছে।

তারই ধারাবাহিকতায় আগামী ২৫ মার্চ দিনভর বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চুড়ামন মৃধাহাট প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী কার্যক্রম ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এস.আর সমাজকল্যাণ সংস্থার অর্থায়নে ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হসপিটালের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত ওই ক্যাম্পটি শুধু সদর উপজেলাবাসী অন্তর্ভুক্ত। জাতীয় পরিচয়পত্রের ফটো কপি নিয়ে এ ক্যাম্পে এসে চক্ষু রোগীরা চিকিৎসা সেবা নিতে পারবেন। অন্ধজনের দেহ আলোকিত করতে ওইদিন (২৫ মার্চ) সম্পূর্ণ বিনামূল্যে সদর উপজেলার প্রায় দুই হাজার চক্ষুরোগীকে চিকিৎসা সেবা দেওয়া হবে। এরমধ্যে যাদের প্রয়োজন হবে অতীতের ন্যায় এবারও তাদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ২০১৮ এবং ২০১৯ সালে এস.আর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ১৬টি চক্ষু ক্যাম্পের মাধ্যমে প্রায় ২৭ হাজার চক্ষুরোগীর সর্বাত্মক চিকিৎসা করানো হয়েছে। ২০২২ সালে ৭৫ হাজার চক্ষু রোগীকে টার্গেট করে গত ৬ মার্চ থেকে সালাহউদ্দিন রিপন প্রতিষ্ঠিত এস.আর সমাজকল্যাণ সংস্থার চক্ষু ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে।সূত্রে আরও জানা গেছে, মানুষের সেবা করে এলাকার মানুষদের ভালবাসায় কতটুকু সিক্ত হন তা খুঁজে ফিরেন না সালাহউদ্দিন রিপন। বরং অসহায় সাধারণ মানুষদের নিয়ে তার ভাবনা যেন পেশাদারিত্বের মতো। অর্থ প্রাচুর্য বিত্ত নয়, এলাকার সাধারণ মানুষের জন্য ভেতরকার একটা দরদী মননই রিপনের নিঃস্বার্থ কর্মপ্রেরণার উৎস।

Top