গৌরনদীতে প্রতিমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে অর্থ দাবি, প্রতারক গ্রেফতার
খোকন হাওলাদার, নিজস্ব প্রতিবেদক:পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের নাম ভাঙ্গিয়ে হজ্বে পাঠানোর কথা বলে বিভিন্ন লোকের কাছে টাকা দাবির ঘটনায় এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২০ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত প্রতারক আবি আব্দুল্লাহ টুকুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। সে (টুকু) নগরীর কালিবাড়ি রোড এলাকার বাসিন্দা আবু সালেহ ধলু মিয়ার ছেলে। দীর্ঘদিন থেকে আত্মগোপনে থাকা টুকুকে প্রযুক্তির সহায়তায় গৌরনদী উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয়। তার (টুকু) বিরুদ্ধে এর আগে কোতয়ালী মডেল থানায় জুবায়ের আব্দুল্লাহ, কাউনিয়া থানায় আসিফ মাহামুদ হিমু, বন্দর থানায় মীর বাহাদুর হোসেন এবং বিমানবন্দর থানায় সালমান রাশেদ বাদী হয়ে চারটি মামলা দায়ের করেন।
সূত্রমতে, বিভিন্ন ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোনে কল করে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে সরকারীভাবে হজ্বে পাঠানোর জন্য প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করে আসছিলো প্রতারক টুকু। এমনকি প্রতিমন্ত্রীর পরিচয় দিয়ে অন্যলোকের সাথে কথাও বলাতেন ওই প্রতারক। বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরলে প্রতিমন্ত্রী কর্মীরা চার থানায় চারটি মামলা দায়ের করেন। কোতয়ালী মডেল থানার এসআই নুর ইসলাম বলেন, গ্রেফতারকৃত টুকু জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন।