শার্শায় জাতির সূর্য সন্তানদের সংবর্ধনা ও আলোচনা সভা
মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় জাতির সূর্য সন্তানদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকালে শার্শা উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্প অর্পণ, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী-২০২২ উপলক্ষে মুক্তির উৎসব মেলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি’র সভাপতিত্বে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় ১মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাজহারুল ইসলাম মন্টু, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন।