নিহত প্রকৌশলী হাদিসুরের লাশ দাফন একনজর দেখতে মানুষের ঢল
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:ইউক্রেনে রুশ বাহিনীর রকেট হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রকৌশলীহাদিসুর রহমানের লাশ বরগুনার বেতাগীতে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করাহয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০ টায় হাদীসুরের বাড়ীর পেছনের মাঠেজানাজা শেষে সকাল পৌনে এগারটায় তাঁর দাফন কাজ সম্পন্ন হয়। তাঁর এমর্মান্তিক মৃত্যুর ১৩ দিন পরেও বাড়িতে এখনো চলছে শোকের মাতম।নিহতের লাশ একনজর দেখতে উপজেলার ও তার আশে-পাশের এলাকা আগত শত শতলোক ভিড় জমায় ও ঢল নামে গ্রামের বাড়িতে। হাদীসুরের লাশ উপজেলারহোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের নিজ বাড়িতে আসছে এমন খবরছড়িয়ে পড়ায় সোমবার দুপুর থেকেই বাড়িতে থাকে মানুষ। সোমবার রাতঠিক ৯ টা ৪৩ মিনিটের সময় স্বজনরা ঢাকা থেকে লাশবাহী ফ্রিজার ভ্যানে করেলাশ নিয়ে গ্রামের বাড়িতে পৌঁছালে তার পিতা মাতা আত্মীয়-স্বজনহাদীসুরের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে, আহাজারি করতে থাকেন। হাদীসুরেরবিভিন্ন স্মৃতি উল্লেখ করে বিলাপ করতে থাকে।এসময় তার মা রাশিদা বেগম, বাবা আব্দুর রাজ্জাক ও ভাই তরিকুল ইসলাম, গোলামমাওলা প্রিন্স ও বোন সানজিদা বেগম একাধিক বার সজ্ঞা হারিয়ে ফেলেন।বোমায় পুড়ে মুখমন্ডল বিকৃত হয়ে যাওয়ায় কাফিন খুলে লাশ দেখানো হয়নিকাউকে। তবে তার লাশ দেখতে না পারায় বাকরুদ্ধ হয়ে পড়েন পরিবারের সবাই। এমৃত্যুকে যেন কোন ভাবেই মেনে নিতে পারছে না তাঁরা। তবুও স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ নিহত হাদীসুরের স্বজনদের শান্তনা দেবার চেষ্টা করেন।জানাজায় অংশ নিতে ও নিহত প্রকৌশলী হাদীসুরের বাড়িতে তাঁর স্বজনদেরশান্তনা দিতে আসেন বরগুনা-১ আসনের এমপি এডভোকেট ধীরেন্দ্র নাথ শম্ভু,বরগুনা-২ আসনের এমপি শওকত হাচানুর রহমান রিমন, বরগুনা জেলা প্রশাসকহাবিবুর রহমান, জনপ্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
জানাজায় তার সহপাঠী, আত্মীয় স্বজন, জনপ্রতিনিধি, বিভিন্নরাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিকসাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, আইনজীবী, শিক্ষক,গণমাধ্যমকর্মি,স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। ইমামতি করেন হাদীসুরের চাচা
মাওলানা মনিরুল ইসলাম।এর আগে সোমবার রাতে উপজেলা প্রশাসনের পক্ষে লাশ গ্রহণ করেন উপজেলানির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন। এসময় বেতাগী উপজেলা পরিষদেরচেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, সহকারি কমিশনার (ভ’মি) ফারহানাইয়াসমিন, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, পুলিশ সহ হাীসুরের স্বজন ও লাশদেখতে আসা উজেলার বিভিন্ন স্থান থেকে আগত শত শত মানুষ উপস্থিত ছিলেন।