কলেজছাত্রী ধর্ষণ মামলায় কারাগারে যুবক - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কলেজছাত্রী ধর্ষণ মামলায় কারাগারে যুবক


আলোকিত বার্তা:মাদারীপুরের কালকিনিতে এক কলেজছাত্রী (১৯) ধর্ষণ মামলায় আমিনুল ইসলাম সরদার (২০) নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে এ ঘটনায় মামলা দায়েরর পর শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।আমিনুল ইসলাম পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামের সরোয়ার আলম সরদারের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম সরদারের সঙ্গে প্রায় এক বছর পূর্বে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামের কলেজপড়ুয়া এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে গত ১৯ জানুয়ারি ওই শিক্ষার্থীর বাড়িতে দেখা করতে যায় আমিনুল ইসলাম। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীকে ফাঁকা বাড়িতে একা পেয়ে জোর করে একাধিকবার ধর্ষণ করে আমিনুল।কালকিনি থানার এসআই অনিমা বাড়ৈ বলেন, ধর্ষণ মামলায় আমিনুলকে গ্রেফতার করে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Top