বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নার্সকে মারধরের অভিযোগ, প্রতিবাদে কর্মবিরতি - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নার্সকে মারধরের অভিযোগ, প্রতিবাদে কর্মবিরতি


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক জ্যেষ্ঠ নার্সকে পুলিশ সদস্যরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালে কর্মরত অন্য নার্সরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে নার্সরা কাজ বন্ধ রেখে হাসপাতাল পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস অ্যাসোসিয়েশনের নেতাদের অভিযোগ, কয়েকজন পুলিশ সদস্য হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স সাইফুল ইসলামকে মারধর করেছেন। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তাঁদের কর্মবিরতি অব্যাহত থাকবে।সাইফুল ইসলাম অভিযোগ করেন, গতকাল বুধবার (০৯ মার্চ) দিবাগত রাত একটার দিকে বরিশাল নগরের রূপাতলী উকিলবাড়ি সড়কের সামনে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় পুলিশ পরিদর্শক মো. সালাউদ্দিন আহত হন। আহত অবস্থায় রাতে সালাউদ্দিন শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। এ সময় চিকিৎসকের কাছে যাওয়ার আগে জরুরি বিভাগের ফি পরিশোধ করতে বলা হলে সালাউদ্দিনের সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে সাইফুল ইসলামের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই পুলিশ সদস্যরা তাঁকে মারধর করেন।

সালাউদ্দিন ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র)। তিনি বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা কর্মস্থলেও নিরাপদ নই। আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হচ্ছে। সাইফুলকে কয়েকজন পুলিশ সদস্য বেধড়ক মারধর করেছেন। এ ঘটনার প্রতিবাদে আমরা সকাল থেকে কর্মবিরতিতে গিয়েছি। এই হামলার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।জানতে চাইলে হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, হাসপাতালের একজন জ্যেষ্ঠ নার্সকে রাতে মারধর করা হয়েছে বলে তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে বরিশাল ট্যুরিস্ট পুলিশের সুপার রেজাউল করিম বলেন, ‘আমরা হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি। বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Top