বরিশালে বিদ্যুতস্পৃষ্টে ব্যবসায়ীর মুুত্যু - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিদ্যুতস্পৃষ্টে ব্যবসায়ীর মুুত্যু


খোকন হাওলাদার, বরিশাল:বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানার রহমতপুর এলাকায় বুধবার (০৯ মার্চ) সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।সে ওই এলাকার আলী আজম খানের ছেলে ও রহমতপুর বাসষ্ট্যান্ড এলাকার সেবা মেডিসিন নামের ফার্মেসীর মালিক ছিলেন।

রফিকুলের স্বজন আলী আহমেদ জানান, সকাল সাড়ে আটটার দিকে রফিকুল ইসলাম নিজ বাসার পানির মোটর ছাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Top