ঝালকাঠিতে আরডিসি মোঃ বশির গাজী অস্বাভাবিক বদলি প্রত্যাহারের দাবিতে কর্মসূচি ও মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে আরডিসি মোঃ বশির গাজী অস্বাভাবিক বদলি প্রত্যাহারের দাবিতে কর্মসূচি ও মানববন্ধন


ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি মোহাম্মদ বশির গাজীর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৬মার্চ রবিবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন দেশপ্রেমী সচেতন নাগরিক এর ব্যানারে কিছু যুবক । এ সময় তারা তাদের বক্তব্যে বলেন, শারীরিক ভাবে অনেক অসুস্থ হলেও অন্যায়ের বিরুদ্ধে এবং সততার পক্ষে দাড়ানো আমাদের কাছে আবশ্যক মনে হয়েছে। প্রায় প্রতিদিনই পত্রিকার পাতা খুললেই দেখতে পাই দেশের অধিকাং নদীই বালু খেকোদের দখলে।আমাদের ঝালকাঠিতেও তার ব্যতিক্রম ছিলোনা। প্রতিবছরই ঝালাকাঠি জেলা শহর সংলগ্ন নদীর তীরবর্তী গুরুধাম এলাকায় সহনদী তীরবর্তী এলাকা থেকে নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে ঘরবাড়ি সহ ফসলি জমি। আর একারনে নিঃশ হয়ে পড়ছে অনেক পরিবার। আজও এই নদী থেকে বালু উত্তলনের কারনে নদী ভাঙ্গ যেন থামছেইনা। গত বছর গুরুধাম এলাকায় নদী ভাঙ্গনের জন্য কয়েকটি পরিবারের ভিটেমাটি হারানো দৃশ্য জেলাপ্রশাসক সহ উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শনও করেছিলেন। অপদিকে ঝালকাঠি জেলা শহর সহ নদীতীরবর্তী এলাকায় ভাঙ্গরোধে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসক। তারই ধারাবাহিকতায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী হস্তক্ষেপে জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি বশির গাজী বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে নদী থেকে বালু উত্তলনের জন্য আর্থিক ভাবে জরিমানা সহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন।

ঝালকাঠিতে নদী ভাংগন রোধে সাহসী বীর, বালুখোরদের আতংক জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি বশির গাজী স্যারের অস্বাভাবিক বদলি আদেশ প্রত্যহারের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় এর দৃষ্টি কামনা করি। এছাড়াও এ সময় মানববন্ধনে বালী তাইফুর রহমান তূর্য, এফ এইচ রিভান, মিলন হাং সহ অনেকে তাদের বক্তব্যে বক্তারা বলেন, সৎ অফিসারদের পাশে দাড়াতে না পারলে নিজেকে অপরাধী মনে হত। শুধু ফেইসবুক স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করে লাভ হয় না, রাজপথ ছাড়া দাবি আদায় কঠিন।যদিও অনেকেরই সাহস হয়নি আজকের প্রোগ্রাম এ পাশে দাড়াতে, ছবিতে আসতে। কিন্তু আমরা সফল, কারণ আমরা সততার পাশে দাড়াতে পেরেছি।অপরাধীরা যতই ক্ষমতাধর হোক, সত্যের শক্তি বেশি। জনবান্ধব আরডিসির বদলির খবর শুনে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়।এলাকার সচেতন মহল মনে করছেন অবৈধ বালু ব্যবসায়ীদের জেল-জরিমানা করার জন্য উপর মহলে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে তাকে অন্যত্র বদলি করা হয়েছে। তা না হলে ৭৫ দিনের ভিতর কিভাবে একজন এক্সিকিউটিভ জেলা ম্যাজিস্ট্রেট আরডিসি কে অন্যত্র বদলি করা হলো। সচেতন মহল মনে করছেন আর ডিসি বশির গাজীর মত একজন সৎ লোক ঝালকাঠিতে থাকলে আমাদের ঘরবাড়ী ফসলি জমি অবৈধ বালু ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাবে। উল্লেখ্য ঝালকাঠি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বশির গাজী গত ১৯ ডিসেম্বর ২০২২ সালে আরডিসি হিসেবে যোগদান করেন।গত ২৪শে জানুয়ারি দিবাগত রাতে সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সেখানে উপস্থিত হয়ে তিনজনকে আটক পূর্বক ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদন্ড প্রদান করেন। গত ৬ই ফেব্রুয়ারি অবৈধভাবে বালু উত্তোলন কারর সময় তিনজনকে আটক পূর্বক ভ্রাম্যমান আদালতে দুইলক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেন। গত ১৭ই ফেব্রুয়ারি ৫ জনকে দুই লক্ষ ৫৫ হাজার ৮৬০ টাকা অর্থদন্ড প্রদান করেন। সর্বশেষ ৩রা মার্চ বরিশাল থেকে এসে সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে ৩ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করার প্রদান করেন।এছাড়াও গভীর রাতে বিভিন্ন পরিবহন থেকে বিপুল পরিমাণে জাটকা ইলিশ জব্দ করে একই সাথে জাটকা পরিবহন বিপননের অপারাধে আর্থিক জরিমানা আদায় করা সহ বিভিন্ন এতিমখানায় জাটকা ইলিশ বিতরণ করেন।

Top