বেতাগীতে জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত


শাহাদাত হোসেন মুন্না, বেতাগী ঃ ্য়ঁড়ঃ;মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষাকরব ভোটাধির্কায়ঁড়ঃ; এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেতাগীউপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত হয়েছে। বুধবার(২ মার্চ) সকাল ১১ টার দিকেউপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাচন অফিসের আয়োজনেউপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সুহৃদ সালেহীন এরসভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বেতাগী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ সুহৃদসালেহীন বলেন, আপনারা যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন সেবাভোগীদের সাথে ভালো আচরণ করবেন যাতে ভোটার আইডিকার্ডের জন্য তাদের ভোগান্তিতে পরতে না হয় সেদিকে খেয়ালরাখবেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী সহীদুল ইসলামবলেন, জাতীয় ভোটার দিবস ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিতমন্ত্রিসভা বৈঠকে গণতন্ত্র নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে
সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটারদিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। ১বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চকরা হয়।

আর সেই থেকে ্য়ঁড়ঃ;মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবোভোটাধির্কায়ঁড়ঃ; এবারের দিবসটির প্রতিপাদ্য হিসেবে চতুর্থবারের মতো আজ ২ মার্চ পালিত হচ্ছে। অনুষ্ঠান উদ্ভোধন করেনউপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এবিএমগোলাম কবির,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলাআওয়ামীলীগ সাধারন সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান,বিশেষ
অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলামপিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, উপজেলানির্বাচন কর্মকর্তা কাজী সহীদুল ইসলাম,সাবেক প্রেসক্লাবসভাপতি সাইদুল ইসলাম মন্টু,প্রমূখ।

Top