যশোরের শার্শায় গাছ থেকে পড়ে নারীর মৃত্যু - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের শার্শায় গাছ থেকে পড়ে নারীর মৃত্যু


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় ছিম পাড়তে গাছ থেকে পড়ে পারুল বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কলোনি পাড়ায় এ ঘটনা ঘটে।অকাল মৃত্যুর শিকার পারুল বেগম শার্শার কলোনী পাড়ার আইজুল ইসলামের স্ত্রী।

শার্শার বাগআচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ খালেক জানান, বাড়ির আঙ্গিনায় একটি গাছে ছিম গাছ তুলে দেওয়া হয়েছিল। দুপুরে ঐ নারী গাছে ছিম পাড়তে উঠলে অসাবধানতাবসত পড়ে গুরুতর আহত হয়। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Top