লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে শুরু হওয়া এ মাহফিলে উদ্বোধনী আম বয়ান
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:বরিশালের ঐতিহাসিক চরমোনাই দরবার শরীফে জুমার নামাজ বাদ আম বয়ানের মাধ্যমে তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক ওয়াজ-মাহফিল আজ শুরু হয়েছে। লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে শুরু হওয়া এ মাহফিলে উদ্বোধনী আম বয়ান করেন চরমোনাই পীর সাহেব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
এই মাহফিলকে ঘিরে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের আগমন ঘটেছে। দেশের বাইরে থেকেও বিপুল সংখ্যক মুসল্লি চরমোনাই মাহফিলে অংশগ্রহণ করেছেন। তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আনুষ্ঠানিকতা হয়েছে বাদ জুমা থেকে। চরমোনাই ময়দানে কয়েক লাখ মুসলমান একসাথে আদায় করেছেন জুমার নামাজ। এতে ইমামতি করেন চরমোনাই পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।আম বয়ানে দেশ ও জাতীর শান্তি কামনা করে পীর সাহেব বলেনÑ শুধু মাহফিলে আসলেই হবে না, সার্বক্ষণিক জিকিরে-ফিকিরে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ’র সান্নিধ্য পেতে হলে সবার আগে ঈমানকে মজবুত করতে হবে। কলবে আল্লাহ’র জিকির ধারণ করতে হবে। দুনিয়ার আরাম-আয়েশ ভুলে গিয়ে জিকির এবং ঈমানের সাথে চলাফেরা করলে আল্লাহর সান্নিধ্য লাভ সম্ভব বলে স্মরণ করিয়ে দেন তিনি।