একুশের প্রথম প্রহরে বরিশালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

একুশের প্রথম প্রহরে বরিশালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালন উপলক্ষে গতকাল রবিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ্। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেন এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি পালনের লক্ষ্যে সশৃৃঙ্খল আয়োজন করা হয়েছে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি রোধে শহীদ মিনারসহ আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী। আজ সোমবার (২১ শে ফেব্রুয়ারি) প্রত্যুষে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ দিনভর নানা আয়োজন রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে।

ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ কামনা করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। অপরদিকে একুশের চেতনায় প্রধানমন্ত্রীর রূপকল্প-২০৪১ এর আগেই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে বলে প্রত্যাশা করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

গৌরনদীঃ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। রাত ১২টা ১ মিনিটে প্রথমে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। পৌরসভার মেয়র হারিছুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী গৌরনদী কলেজ, গৌরনদী মডেল থানার কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পরই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পেশাজীবি সাংবাদিকরা। একইভাবে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

আগৈলঝাড়াঃ আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ও বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাাহ-এমপি’র পক্ষে জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন।

পর্যায়ক্রমে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ, আওয়ামী লীগ নেতা আশিক আবদুল্লাহর পক্ষে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, আগৈলঝাড়া প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, জাতীয় পার্টি, এনজিও সমন্বয় পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

আজ সোমবার (২১ শে ফেব্রুয়ারি) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বে-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। প্রভাত ফেরি শেষে শহীদ মিনার চত্তরে সমাজসেবা অফিসার সুশান্ত বালার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এছড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর প্রতিযোগীতা মুলক অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় স্ব-স্ব প্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

Top