এবারের ২১শে গ্রন্থমেলায় শাম্মী তুলতুলের বই প্রকাশ
খোকন হাওলাদার, স্টাফ রিপোর্টার:এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক বাংলাদেশের জনপ্রিয় লেখক শাম্মী তুলতুল এর বই। বর্তমানে বেস্ট সেলারে উঠেছে তার নাম। বই গুলো প্রকাশ করছে অনিন্দ্য প্রকাশের স্টলে। মুক্তিযুদ্ধের উপন্যাস চোরাবালির বাসিন্দা , বাল্যবিবাহের ওপর লিখিত উপন্যাস পদ্মবু, ঐতিহাসিক উপন্যাস একজন কুদ্দুস ও কবি নজরুল, এইডসের ওপর লিখিত প্রেমের উপন্যাস মনজুয়াড়ি ও শিশুকিশোরদের বই, চাঁদে বেড়ানোর পাসপোর্ট পাওয়া যাচ্ছে এবার “অমর ২১ শে গ্রন্থমেলা ২০২২” অনিন্দ্য প্রকাশের স্টলে। প্যাভিলিয়ন ২৫। বইগুলোর দাম ১৫০ থেকে ১২০ টাঁকা পর্যন্ত।
তিনি চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা ছাড়িয়ে জাতীয় ও দেশের বাইরের সকল পত্রিকায় লিখালিখা করে দুর্দান্ত রেকর্ড গড়েছে। ভারত-বাংলাদেশ দুই বাংলার জনপ্রিয় লেখিকা তিনি। অর্জন করেছে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫ টি। তাছাড়া অনুষ্ঠিতব্য ২৮ শে ফেব্রুয়ারি কলকাতা বইমেলা ২০২২ এ প্রকাশিত হতে যাচ্ছে তার ১৬ তম গল্পের বই “নরকে আলিঙ্গন”। তিনি বলেন, কলকাতায় এবার বইমেলার থিম হবে স্বাধীনতার ৫০ বছর পূর্তির থিম। তাই আমার আনন্দ শতগুণ।উল্লেখ্য যে একটি সাহিত্য, সাংস্কৃতিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে শাম্মী তুলতুলের জন্ম। তাই লেখালেখি তার রক্তে, মুক্তিযুদ্ধ তার চেতনায়।ইতিমধ্যেই চোরাবালির বাসিন্দা, পদ্মবু, মনজুয়াড়ি, একজন কুদ্দুস ও কবি নজরুল, ভূত যখন বিজ্ঞানী, ছোটোদের বই নানটুঁ ঝান্টূর বক্স রহস্য, গণিত মামার চামচ রহস্য, পিঁপড়ে ও হাতির যুদ্ধ, কচ্ছপ রাজার রাজপ্রাসাদ, টুনটুনির পাখিস্কুল নামের বই প্রকাশ হয়েছে। যা পাঠকমহলে বেশ সমাদৃত হয়েছে।