ছবিসহবরিশালে ৮ দফা দাবিতে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ছবিসহবরিশালে ৮ দফা দাবিতে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন


খোকন হাওলাদার, বরিশাল :শিক্ষা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, নন এমপিওভুক্ত প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণ, শিক্ষক বদলী ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি বাতিলসহ ৮ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। মানববন্ধন শেষে একই দাবিতে মিছিল ও জেলা প্রশাসনের মাধ্যমে সরকার প্রধানকে স্মারকলিপি প্রদান করেন তারা।মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মামুন অর রশীদ, মহানগর শাখা সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম ও মহানগর মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নরুল ইসলামসহ অন্যরা।বক্তারা বলেন, বেসরকারি শিক্ষকরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং মাত্র ২৫ ভাগ উৎসব ভাতা পেয়ে থাকেন। যা একেবারে অপ্রতুল এবং অসম্মানজনক। তারা ৮ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরে একই দাবিতে সেখান থেকে একটি মিছিল সহকারে জেলা প্রশাসন চত্বরে যান শিক্ষকরা।

Top