বেনাপোলে পরিছন্ন ও পাদুকা কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে পরিছন্ন ও পাদুকা কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: মুক্তিযোদ্ধা সংসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিছন্ন ও পাদুকা কর্মীদের মাঝে কম্বল বিতরণ করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বেনাপোল শাখা।রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল এর সামনে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার,মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,দ্বীন মোহাম্মদ।

শীতার্থ প্রায় ৩০০ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে খুশি উপস্থিত সকলেই।এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যশোর জেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন উজ্জল, মো. কামরুজ্জামান তরু, এনামুল হক জুয়েল, মো. আবুল হাসেম, মো. ওসমান গণি, মিল্টন, বাবলুর রহমান, শফিউর রহমান, জিল্লুর রহমান, উসমান গণি, জাহিদ হাসান প্রমুখ।

Top