বরিশালে এলপি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে এলপি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন


খোকন হাওলাদার, বরিশাল:সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই কর্মসূচির আয়োজন করেন তারা।

সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশীদ নীলু বলেন, সপ্তাহের ব্যবধানে সিলিন্ডারজাত গ্যাসের দাম ১শ’ টাকা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে চাল থেকে শুরু করে ভোজ্য তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছেই চলছে । এতে নিম্ন আয়ের মানুষদের জীবনযাপন দারুণ সংকটে পড়েছে।দেওয়ান আব্দুর রশীদ আরও বলেন, বাজার তদারকি না থাকার সুযোগে ইচ্ছামাফিক দাম নিচ্ছে ব্যবসায়ীরা। এক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারে প্রতি আহ্বান জানান তিনি।

Top