গৌরনদীতে লাগসই প্রযুক্তি সম্প্রসারণে প্রদর্শনী
খোকন হাওলাদার, বরিশাল:স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর আজ রবিবার (০৬ ফেব্রুয়ারী) বেলা এগারোটার উদ্বোধণ করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দিনব্যাপী এ পপ্রদর্শন করা হয়েছে।গৌরনদী উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মামুনুর রহমান, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জন লিটন মুন্সীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনীতে অংশগ্রহণ করা বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।