বরিশালে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
খোকন হাওলাদার, বরিশাল:বরিশাল নগরীর রুপাতলী রেডিও সেন্টার এলাকার একটি পরিত্যক্ত টয়লেটের ওপর থেকে ইয়াসিন (৯) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা করেছে। নিহত ইয়াসিন ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
কোতয়ালি মডেল থানার ওসি তদন্ত লোকমান হোসেন জানান, খবরপেয়ে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাতের আধারে কেউ জবাই করে শিশুটিকে হত্যা করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছেন।