বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত-১ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত-১


খোকন হাওলাদার, বরিশাল:ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে রনি শরীফ (২২) নামের এক মাহিন্দ্রা চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ বাসস্টান্ডের মল্লিক মার্কেটের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত রনি বাকেরগঞ্জ উপজেলার রহমগঞ্জ বাজার এলাকার আয়নাল শরীফের ছেলে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

Top