ভান্ডারিয়ায় অত্যাচারের শিকার মুক্তিযোদ্ধা: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় অত্যাচারের শিকার মুক্তিযোদ্ধা: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা


ভান্ডারিয়ায় (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার ভিটাবাড়ীয়ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের মৃত মকবুল খলিফার ছেলে অস¦চল বীর মুক্তিযোদ্ধানুরুল ইসলাম খলিফা (৭১) কে দুই মামলা বাজ ব্যাক্তি একের পর এক মামলা দিয়ে হয়রানীকরে আসছে। ওই মুক্তিযোদ্ধোকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে জীবন অতিষ্ঠ করেতুলেছে একই বাড়ীর মৃত রুস্তুম আলী খলিফার ছেলে তানজের আলী খলিফা (৬৫), মকবুলআলী খলিফার ছেলে বদরুল খলিফা (৫০) ও তার ছেলে মো: এছাহাক খলিফা (৩২)।বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপকামনা ও তার সাহায্য চেয়ে তিনি অভিযোগ করে বলেন, তানজের আলী খলিফা, বদরুল
খলিফা নামের এই দুই ব্যক্তি মিলে আমার নামে চুরি, সাতধারা, ১৪৪/৪৫ মামলা সহভিবিন্ন ভুয়া ও মর্যাদাহানীকর মামলা দিয়ে আমাকে সমাজে ছোট করা সহ নানাহয়রানি করে আসছে।

তাতেও ক্যান্ত না হয়ে মামলাবাজ বদরুল খলিফা ও তার ছেলে মো:এছাহাক খলিফা প্রায় সময়ই আমাকে প্রান নাশের হুমকি দিচ্ছে এবং রাতের আদারেলোকজন নিয়ে আমার বাড়ী-ঘরে মামলা করে চলছে। এতে আমি এক সন্তান ও স্ত্রী নিয়েজীবনের নিরাত্তাহীনতায় ভুগছি ও মানবেতর জীবন যাপন করছি। তিনি আরো জানান,আমি জীবন বাজী রেখে ১৯৭১ সালে যুদ্ধ করে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছি।একজন অস¦চল মুক্তিযোদ্ধা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারেরএকটি পাকাঘর পেয়েছি । ওই ঘর আমার নিজের জমিতে তুলতে গেলে ওই দুই মামলাবাজ
সম্প্রতি পিরোজপুর জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতে একটি ১৪৪/৪৫ মামলা দিয়েআমার ঘরের কাজ আটকে দেয় এবং আমাকে প্রতিনিয়ত গালাগালি ও অহেতুক হয়রসহ নির্মাম নির্যাতন করে চলছে এবং আমাকে ও আমার পরিবারকে বিপদে ফেলার জন্যষড়েযন্ত্র লিপ্ত সহ আমার মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে দিবে বলে হুমকি দিচ্ছে । তাদেরঅত্যাচার হয়রানি থেকে মুক্তি সহ ঘরখানার কাজ অনতিলম্বে করতে পারি তার জন্য মাননীয়প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান,উপজেলা প্রশাসনের হস্তক্ষেপকামনা করছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা। এ বিষয়ে জানতে তানজের আলীখলিফার মুঠোফোনে জনান আমি ওই জমিতে জয়গা পাবো তাই ১৪৪/৪৫ মামলা সহদুটি মামলা করেছি এবং বদরুলও দুইটা মামলা আদালতে দায়ের করছে বলে স্বীকার করে।তবে, মুক্তিযোদ্ধা ও তার ভাতা বন্ধ করার ক্ষমতা তাদের নেই বলে জানান।

Top