বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। স্থানীয় সাংসদ সহ সর্বমহলের শোক প্রকাশ
হিজলা প্রতিনিধি৷ বরিশালের হিজলা উপজেলা হরিনাথপুর ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আখন এর জানাজার নামাজ যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার এর মাধ্যমে দাফন কাজ সম্পন্ন হয়েছে।জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মাস্টার মোঃ আলতাফ হোসেন হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মোঃ রবিউল ইসলাম হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুছ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ড মহিউদ্দিন মাষ্টারসহ হিজলা উপজেলার সকল মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম সরদার।এসময় স্থানীয় সাংসদ পঙ্কজ নাথ বলেন জাতীর সুর্য সন্তান ৭১ বীর মুক্তিযোদ্ধারা।পঙ্কজ নাথ এমপি ফোন কলের মাধ্যমে শোকাহত পরিবারকে গভির সমবেদনা জানান।