সাহেবের হাটে দোকান মালিকানা নিয়ে দুই পক্ষের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজমান - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাহেবের হাটে দোকান মালিকানা নিয়ে দুই পক্ষের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজমান


বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন সাহেবের হাট বাজারে কেন্দ্রীয় মসজিদ রোডে একটি দোকান সহ জমি নিয়ে দুই পক্ষের মাঝে ব্যাপক উত্তেজনা চলছে বলে খবর পাওয়া গেছে। সরজমিনে গিয়ে জানাযায় এস এ ৯৪ নং খতিয়ানের মুল মালিক হাজি আনার আলী সহ তার ৪ ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে চার আনায় ৪১ শতাংস সম্পত্তির মালিক আনার আলীর,, মৃত্যুর পরে উক্ত সম্পত্তির মালিক তার এক ছেলে তিন কন্যার মাঝে বন্টন হয়, ছেলের অংশ ১৬/৫ শতাংশ জমি বিক্রি করে দেয় মোস্তফা কামাল তরুনের কাছে, মেয়েদের অংশ ৮ শতাংশ করে জমি পেয়ে বিক্রি করে দেয়, এর ভিতর থেকে এক মেয়ে এক জমি দুই মালিকের মাঝে বিক্রি করে দেয়, প্রথম বিক্রি করে মোস্তফা কামাল অরুনের গংদের কাছে, দ্বিতীয় বার বিক্রি করে মোঃ কালা গংদের কাছে, মোঃ কালা দীর্ঘ দিন যাবত উক্ত জমিতে ভোগ দখলে আছে বলে জানায়,

এদিকে মোস্তফা কামাল অরুণের কাছে জানতে চাইলে তিনি বলেন ভাই উক্ত জমির দলিল পর্চা কাগজ নিয়ে আমাদের সাথে মোঃ কালারা শালিসি ব্যাবস্থায় বসুক আমি জমি না পাইলে কানে ধরে উঠে জাবো তা ছাড়া উক্ত জমি থেকে কিছু জমি আমি অন্য মালিকের কাছে বিক্রি করেছি তাদের কেও জমি বুঝিয়ে দিতে হবে, আমি অনেক আগে থেকে কালাকে আমার এই জমি তাকে দলিল নিতে বলেছি কিন্তু কালা আমার কথা কর্নপাত করেনি, তিনি জোর পূর্বক আমার জমি খাবে বলে হুমকি দিতেন, বর্তমানে বরিশাল থেকে কিছু খারাপ মেয়ে মানুষ সহ গুন্ডা আনে, আমাদের ভয়ভিতি দেখানো সহ মামলা হামলার হুমকি দিয়ে জাচ্ছে ,

Top