বেতাগীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাইন্স ক্লাবের উদ্যোগে সংবিধান
সজল মাহমুদ,বেতাগী:বরগুনার বেতাগী সাইন্স ক্লাব এর উদ্যোগে ২০২১ইং সানের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বেতাগী সাইন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মুশফিকুর রহমান রিজনের সভাপতিত্বে হোসাইন সিপাহী এর সঞ্চালনায় বেতাগী সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আজ(০৭-০১-২০২২ইং) রোজঃ শুক্রবার একাধিক শিক্ষার্থীদেরসংবর্ধনা দেয়া হয়েছে।অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ক্লাবের সদস্য মো আমীর হোসেন,গীতা থেকে পাঠ করেন দিবাকর দে সৈকত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ, সদস্য নাহিদ মাহমুদ হোসাইন লিটু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাব এক অংশের সভাপতি কালের কন্ঠের বেতাগী উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী,বেতাগী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক দৈনিক গনকন্ঠর উপজেলা প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন, বেতাগী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রব খান লিটন,রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ও সৃষ্টি সেন্ট্রাল একাডেমির পরিচালক ফোরকান ইসলাম ইমরাত প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবে এক অংশের সহ- সভাপতি কামাল হোসেন খান, বেতাগী পৌরসভার চার নং ওয়ার্ডের কমিশনার রমেন চন্দ্র দেবনাথ, বিশিষ্ট সাংবাদিক মো সজিব প্রমুখ।