জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা দিয়ে অহেতুক হয়রানি
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:পটুয়াখালীজেলার মির্জাগঞ্জ উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঘটকের আন্দুয়া গ্রামের জমি দখলের চেষ্টায় প্রতিপক্ষের বিরুদ্ধে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা দিয়ে অহেতুক হয়রানি অভিযোগ ।
সুত্রেজানা যায় জমিজমা বিরোধের জেরে গত ০৬/১২/২১ তারিখে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা জুড়েদেন। আজিমউদ্দিন হাওলাদার এর পুত্র রুহুল আমিন হাওলাদার । জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা দিয়ে অহেতুক হয়রানি করছেন।মিথ্যা মামলার অহেতুক হয়রানির শিকার সেকান্দার মাঝি(৫০)র পুত্র হানিফ মাঝি(২৫),আলমগীর মাঝি(২২) সহ কুদ্দুস হাওলাদার(৪৬),লিটন মাঝি(৪০),শাহিন(২৪) বজলু(৪৫) এদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা চালায়।
২নং মির্জাগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জনপ্রতিনিধি ইউপি সদস্য গোলাম সরোয়ার জানান ঘটকের আন্দুয়া গ্রামে ১৮/১১/২১ তারিখে কোন প্রকার হামলার ঘটনা ঘটেনি এটা একটা মিথ্যা মামলা আর যাদের নাম উল্লেখ করা হয়েছে হানিফ মাঝি,আলমগীর মাঝি সহ তারা কর্ম স্থানে ছিল তারা এলাকাতে ছিল না।
রায়েদ মোস্তাফা(আবাসিক হোটেল কুয়াকাটা)মালিক সৈয়দ মুহাঃমাহাবুর রহমান জানান,১৮/১১/২১ তারিখে আলমগীর মাঝি আমার আবাসিক হোটেলে কর্মরত ছিল।
রোজ সোয়ের্টার লিমিটেট এর ইনচার্জ মাসুম জানান,১৮/১১/২১ তারিখে রোজ সোয়ের্টার লিমিটেট এর হানিফ মাঝি একজন শ্রমিক তিনি তার কর্মস্থানে উপস্থিত ছিল।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)জানার,১৮/১১/২১ তারিখে ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঘটকের আন্দুয়া গ্রামের কোন হামলার ঘটনা ঘটেছে বলে আমি জানি না।
মিথ্যা মামলার স্বীকার হানিফ মাঝি জানান, আমি দীর্ঘদিন যাবৎ ঢাকায় বসবাস করি, এই সুযোগে আমাদের পত্রিক জমিজমা দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।