মির্জাগঞ্জে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রাতরোধে পরামর্শ সভা অনুষ্ঠিত
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালী মির্জাগঞ্জে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেউপজেলা ও স্থানীয় প্রাশাসনের সাথে পরামর্শ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অর্নিবান সমাজ উন্নয়ন সংস্থা এসভার আয়োজন করে।মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় নারী ও মেয়েদেরঅধিকার ও নিরাপত্তা বৃদ্ধিকরন প্রকল্পের উদ্যেগে সভায় সভাপতিত্ব করেন অনিবানসমাজ উন্নয় সংস্থায় নির্বাহী পরিচালক মোসা.শামসুননাহার।
প্রধানঅতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌসী।প্রকল্প সমন্বয়কারী মো. কামরুল হুদা সুমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে সভায় বক্তব্যরাখেন,জেলা মহিলা বিষয়ক অফিসার শিরিন সুলতানা,উপজেলা সমাজ সেবাঅফিসার মো. আমিনুল ইসলাম,উপজেলা একাডেমি সুপারভাইজার মো.মোস্তাফিজুর রহমান,মির্জাগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাড. মো. আবুল বাসারনাসির,কাজী মো. ওলি-উদ্দিন, সহকারী শিক্ষক ও হিন্দু রেজিষ্ট্রোর ছবি রানীখাসকেল,সাংবাদিক মো. জাকির হোসেন,মো. ফারুক খান,নারী প্রতিনিধিমোসা. রোকেয়া বেগম, ইউপি সদস্য মো. ওলিদ খান প্রমূখ। এসময় বক্তারা বলেন, বাল্যবিয়ে, নারী নির্যাতন রোধসহ সাম্প্রদায়িক ওসামাজিক সহিংসতা প্রতিরোধে নবীন-প্রবীণ ও অভিভাবকদের সমন্বিত করেজনসচেনতার পাশাপাশি একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে।