মির্জাগঞ্জের গাজীপুরা শাখার পোষ্ট সংলগ্ন বাগান থেকে রড উদ্ধার
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জের গাজীপুরা শাখার পোষ্ট অফিস সংলগ্ন একটি বাগান থেকেপুরিত্যাক্ত অবস্থায় রড উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে এ রডপ্রায় ৬৫ কেজি উদ্ধার করে।উদ্ধারকৃত রডগুলো স্থানীয় এক চৌকিদারের কাছে জিম্মায় রাখা হয়েছে। এসময়েএখানে বরগুনা পোষ্ট অফিসের পরিদর্শক মো. আবু সালেহ মোহাম্মদ মুসা উপস্থিতছিলেন। তিনি বলেন, রডগুলো কাদের তা এখনও জানা যায়নি। তবে তদন্ত পোষ্ট মাষ্টার দোষীপ্রমানিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। গাজীপুরা শাখার মাষ্টারেরস্বামী মো. আবু সুফিয়ান বাদল বলেন, কিছু রড অফিসের ভিতরে ছিলো। যারা রডরেখেছিলো তারা নিয়ে গেছে। তবে সরকারি অফিসে বাইরের লোকের মালামাল রাখাহয়েছে তা জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেনি। তবে গাজীপুরা শাখার পোষ্টমাষ্টার মোসাঃ শাকিলা শিরিন এব্যাপারে কোন কথা বলতে রাজি না।
উল্লেখ, গোপন সংবাদের মাধ্যমে ২০ ডিসেম্বর সোমবার দুপুরে থানা পুলিশ এসেপোষ্ট অফিসের মধ্যে থেকে রড উদ্ধার করে। পার্শ্ববর্তী নির্মানাধীণ গাজীপুরা বিদ্যালয়ভবনের ঠিকাদার এসে রড চিহ্নিতকরে ১৯ পিচ রড নিয়ে যায় এবং আর বেশিরভাগ রডঅফিসের মধ্যে রয়েছে। এ নিয়ে গত ২২ ডিসেম্বর রড উদ্ধার নিয়ে বিভিন্ন পত্রিকায়‘স্ত্রী পোষ্ট মাষ্টারের পরিবর্তে অফিস করে স্বামী’ এমন সংবাদ প্রকাশিত হলে টনকনড়ে ডাক বিভাগের। গতকাল রবিবার সরেজমিনে তদন্ত করতে আসেন বরগুনা পোষ্ট অফিসেরপরিদর্শক মো. আবু সালেহ মোহাম্মদ মুসা।মির্জাগঞ্জ থানার এসআই মো. বাদল হোসেন বলেন, পোষ্ট অফিস সংলগ্ন একটিবাগান থেকে রড উদ্ধার করা হয়েছে এবং স্থানীয় চৌকিদারের কাজে রডগুলো জিম্মায়রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।