মির্জাগঞ্জের গাজীপুরা শাখার পোষ্ট অফিস থেকে চোরাই রড উদ্ধার
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জের গাজীপুরা শাখার পোষ্ট মাষ্টারের পরিবর্তে অফিস করেন তাঁরস্বামী মো. আবু সুফিয়ান বাদল। তিনি রাতে থাকেন গাজীপুরা পোষ্ট অফিসে। পোষ্টমাষ্টার স্বামীকে অলিখিত দ্বায়িত্ব দিয়ে নিজে বাড়িতে সংসার সামলাচ্ছেন বলেঅভিযোগ উঠেছে। পোষ্ট অফিস সংলগ্ন গাজীপুরা মাধ্যমিক বিদ্যালয় ভবনের কাজচলমান রয়েছে। সেই নির্মাধীণ ভবনের চোরাই রড সোমবার দুপুরে উদ্ধার করেছে পুলিশওই পোষ্ট অফিসের একটি কষ্ট থেকে। বিদ্যালয়ের ঠিকাদার এসে রড চিহ্নিত করে ১৯ পিচরড নিয়ে যায় এবং পোষ্ট মাষ্টারের স্বামী আবু সুফিয়ান বাদলকে থানা পুলিশে আটককরে নিয়ে যায়। বাকী রড পোষ্ট অফিসের মধ্যে রয়েছে। সরকারি নিময়মণীতি তোয়াক্কানা করে যথা সময়ে পোষ্ট অফিস খুলেন না। পোষ্ট মাষ্টার মোসাঃ শাকিলা শিরিনের স্বামীইচ্ছে চলছে গাজীপুরা শাখা ডাকঘরের কার্যক্রম। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বেগতকাল মঙ্গলবার দুপুর পৌনে এগারোটার সময়ে সরেজমিনে গিয়ে দেখা যায়,পোষ্টঅফিসটি বন্ধ রয়েছে। পোষ্ট অফিসের বাইরে ঘোরাফেরা করছেন অফিসের পিয়ন মো.বাবুল হোসেন। তিনি বলেন, স্যার আসবেন এই অপেক্ষায় বসে আছি। অফিসরে চাবিপোষ্ট মাষ্টারের স্বামী মো. আবু সুফিয়ান বাদলের কাছে। তিনি এলে অফিস খোলা হবে।আমি এখানে প্রায় ১৭ বছর চাকরি করছি। এ অফিসের কোন চাবি আমার কাছে নেই।
অথচ অফিস যথা সময়ে খোলার জন্য চাবি অফিসের পিয়নের কাছে থাকার কথা। পোষ্টমাষ্টার এখানে যোগদানের পর থেকেই নিজে না এসে তাঁর স্বামীকে দেখভাল করার দ্বায়িত্বদিয়েছেন এ অফিসের এবং অফিসের কাজকর্ম করেন নিজেই। সরকারি অফিস এখন তাঁরনিজের মতো করে ব্যবহার করছেন। গোপন সংবাদের মাধ্যমে সোমবার দুপুরে থানা পুলিশএসে পোষ্ট অফিসের মধ্যে থেকে রড উদ্ধার করে। পার্শ্ববর্তী নির্মানাধীণ গাজীপুরা
বিদ্যালয় ভবনের ঠিকাদার এসে রড চিহ্নিতকরে ১৯ পিচ রড নিয়ে যায় এবং আরবেশিরভাগ রড অফিসের মধ্যে রয়েছে। আবু সফিয়ান বাদল পোষ্ট অফিসে থাকার ফলেনানা অপকর্ম করে থাকনে বলে এলাকাবাসীর অভিযোগ করেন। ভবন নির্মানের সাব-ঠিকাদার মো. ইব্রাহীম বলেন, গাজীপুরা বিদ্যালয়ের ভবন নির্মানের জন্য সাইড থেকেবিভিন্ন সময়ে রড চুরি হয়। এ ঘটনায় সোমবার(২০ ডিসেম্বর) দুপুরে মির্জাগঞ্জথানা পুলিশ এসে গাজীপুরা শাখার পোষ্ট অফিসের একটি কক্ষ থেকে চোরাই রড উদ্ধারকরে এবং পোষ্টা মাষ্টারের স্বামী আবু সুফিয়ান বাদলকে আটক করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে গাজীপুরা শাখার পোষ্ট মাষ্টার মোসাঃ শাকিলা শিরিনের মুঠোফোনেএকাধিকার চেষ্টা করা হলে তাঁর ব্যাবহারিত ফোনটি(০১৭২৯৬৪৬৫৬০) বন্ধ পাওয়া যায়।মির্জাগঞ্জ উপজেলা পোষ্ট মাষ্টার শংকর চন্দ্র বলেন, বিষয়টি আমি উর্ধ্বতন কৃর্তপক্ষকেঅবহিত করা হয়েছে।বরগুনা পোষ্ট অফিসের পরিদর্শক মো. আবু সালেহ মোহাম্মদ মুসা বলেন,সরকারি অফিসযথা সময়ে খোল হবে এটাই নিয়ম। পোষ্ট অফিসরে মধ্যে কোন ধরনের সরকারিলোকছাড়া বাইরের লোক থাকার বিধান নেই। এমনকি পোষ্ট অফিসের ভিতরে খাটসহ অণ্যমালামাল থাকতে পারবে না। তবে গাজিপুরা শাখার ডাকঘরটি বন্ধ থাকলে বা কোনঅনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে পোষ্ট মাষ্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।