গৌরনদীতে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত
খোকন হাওলাদার, বরিশাল:যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে সুর্যাস্তের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সুচনা করা হয়। দেশব্যাপী আজ গভীর শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করছে সেইসব শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে প্রিয় স্বাধীনতা, লাল-সবুজের পতাকা।এরপরই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।অন্যদিকে গৌরনদী উপজেলা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২১ উদ্যাপিত হয়। শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সংগঠন। সুর্যদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বণির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরন কালের সেরা বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভা মেয়র মোঃ হারিছুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সাবেক নারী ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেরনিয়াবাত আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নলচিড়া ইউপির চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবুল হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. জামাল হোসেন বাচ্চু, উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমার শামীম, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান দীপ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন হাওলাদার, সাধারণ সম্পাদক রাতুল শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, সাধারণ সম্পাদক প্রিন্স রোনাল্ড বেপারী প্রমুখ।