মো:সাব্বির হোসেন (ছবির) আপেল মার্কা নিয়ে প্রচার-প্রচারণা ও জনসমর্থনে সবার শীর্ষে - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মো:সাব্বির হোসেন (ছবির) আপেল মার্কা নিয়ে প্রচার-প্রচারণা ও জনসমর্থনে সবার শীর্ষে


মো:মিজানুর রহমান :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবকিছু ঠিক থাকলে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ১ নং চরামাদ্দি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বার নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।বাবুগঞ্জ উপজেলার ১ নং চরামাদ্দি ইউনিয়নে । উক্ত ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো:সাব্বির হোসেন (ছবির) আপেল মার্কা নিয়ে প্রচার-প্রচারণা ও জনসমর্থনে সবার শীর্ষে।এ ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে এলাকাটির বিভিন্ন পাড়া-মহল্লায় চায়ের দোকানে হাটে-বাজারে এবং সাধারণ কৃষক ও জেলেদের সাথে আলাপকালে তারা বলেন। মো:সাব্বির হোসেন (ছবির) দল-মত নির্বিশেষে সকলের সাথেই হাসিখুশি মিলেমিশে থাকেন।

নাম বলতে অনিচ্ছুক ব্যাক্তি বলেন মো:সাব্বির হোসেন (ছবির) একজন সৎ,সাহসী,তরুন,মেধাবী ও প্রতিবাদী,তার ধারা ১ নং চরামাদ্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উন্নয়ন সম্ভব বলে আমরা মনে করি,তার মতো যোগ্য একজন মেম্বার আমাদের ইউনিয়নে দরকার বলে আমরা মনে করি।তা ছাড়া তিনি বিগত দিনে আমাদের সার্বিক খোঁজ-খবর ভালো মন্দে সব সময় আমাদের পাশে ছিলেন।এবং অনেক উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে শামিল করেছেন।মো:সাব্বির হোসেন (ছবির) সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের জানিয়েছেন,আমি ১ নং চরামাদ্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার হয়ে উন্নয়ন ও জনগনের সেবা করার সুযোগ চাই।তাই আমি আশাবাদী শান্তিপূর্ণভাবে নির্বাচন সমাপ্ত হলে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ।

Top