মুক্ত দিবস’র কনসার্টে গান গেয়ে বরিশাল মাতালেন ঐশী
খোকন হাওলাদার, বরিশাল:জন্মদিনে গানে গানে বরিশাল মাতালেন দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। বুধবার (৮ ডিসেম্বর) বরিশাল মুক্ত দিবস উপলক্ষে শহীদ আব্দুর রব সেরেনিয়াবাত স্টেডিয়ামে সিটি করপোরেশনের আয়োজনে সম্প্রীতির আলোয় আলোচিত কনসার্টে গান পরিবেশন করেন নোয়াখালীর মেয়ে ঐশী।কনসার্টে নিজের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি উপস্থিত দর্শক-শ্রোতাদের অনুরোধের গানও গেয়েছেন তিনি। সদ্য এমবিবিএস পাস করা ঐশী জন্মদিনে বরিশালবাসীর মাঝে থাকতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
সিটি করপোরেশনের উদ্যোগে বরিশাল মুক্ত দিবসে এবারেই বেশ জাঁকজমকপূর্ণ কর্মসূচি হাতে নেওয়া হয়। এ কর্মসূচির বিশেষ আকর্ষণ সম্প্রীতির আলোয় আলোকিত কনসার্টে গান পরিবেশন করেন ভাটিয়াল ব্যান্ডের সোহাগ ও খেয়া ব্যান্ড। এছাড়াও গান পরিবেশন করেন লালন, আর্টসেল, ওয়ারফেজ, ঐশী ও তার টিম ঐশী এক্সপ্রেস।এছাড়া ১৯ বছর পর বরিশালে ওপেন কনসার্টের মঞ্চে গান গেয়ে দর্শক মাতিয়েছেন ব্যান্ড সাবকনশাসও। এর আগে সকালে নগরের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ওয়াপদা কলোনির টর্সার সেল ও বধ্যভূমির স্মৃতি ৭১ স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সিটি করপোরেশন, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনে জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধা ও সিটি করপোরেশনের পতাকা উত্তোলন করা হয়। এরপর বরিশালের ১০০ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।ঐশী এক্সপ্রেস’ অ্যালবামের মধ্য দিয়ে ২০১৫ সালে সঙ্গীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে পা রাখেন ঐশী।এরপর থেকে দিন যত গেছে এই অঙ্গনে ততই নিজের জায়গা শক্ত করেছেন তিনি। সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।