নদী দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান
নদী দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ঃআবাসিক ভবনের নীচতলায় কারখানার কার্যক্রম পরিচালনাঃনারায়ণগঞ্জে নদী দূষণকারী ৬টি কারখানার গ্যাস
ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নঃঅদ্য ০৯/১২/২০২১খ্রিঃ তারিখ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি এর বিদ্যুৎ বিছিন্নকারী টীম, তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকারী টীম এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের
কর্মকর্তা সমম্বয়ে একটি টীম কর্তৃক ইসদাইর, ফতুল্লা,নারায়ণগঞ্জ এলাকায় ৬টি নদী দূষণকারী কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে ৬টি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংয্ধোসঢ়;গ বিচ্ছিন্ন করা হয়েছে। কারখানাগুলি দীর্ঘদিন যাবৎ পরিবেশগত ছাড়পত্র ছাড়া এবং দূূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি স্থাপন ব্যতীত পরিচালনা করা হচ্ছিল। ইতোপূর্বে কারখানাগুলিকে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা হতে ক্ষতিপূরণ ধার্য্য ও আরোপ এবং ইটিপি স্থাপনের নির্দেশনা প্রদান করা হলেও উক্ত নির্দেশনা না মেনে অব্যাহতভাবে পরিবেশ দূষণ করা হচ্ছে।বিভিন্ন দূষণকারী কারখানাগুলির অব্যাহত দূষণ বন্ধ করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। ৬টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করার জন্য পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলাকার্যালয় হতে প্রস্তাব প্রেরণ করা হলে মহাপরিচালক, পরিবে অধিদপ্তর, সদর দপ্তর মহোদয় কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্নেরঅনুমোদন প্রদান করেন। কারখানাগুলি হলো যথাক্রমে ১) বি এলওয়াশিং, ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ; ২) লোকনাথ ডাইং এন্ডওয়াশিং, ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ; ৩) সোনালী ওয়াশিং,ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ; ৪) এন এ ডাইং, ইসদাইর, ফতুল্লা,নারায়ণগঞ্জ; ৫) মজুমদার ওয়াশিং, ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ; ৬)
এ এফ লন্ড্রী, ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। সোনালী ওয়াশিং
ছাড়া প্রতিটি কারখানাতে গার্মেন্টস এর ঝুট ব্যবহার করেবয়লার পরিচালনা করা হয়, যাতে সৃষ্ট কালোধোঁয়ায় এলাকাবাসীঅতিস্ট।কারখানাগুলির মধ্যে বিএল ওয়াশিং, এন এ ডাইং, মজুমদারওয়াশিং,লোকনাথ ডাইং কারখানাগুলি আবাসিক বাড়ির নীচতলায়অবৈধভাবে স্থাপন করা হয়েছে,যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।নারায়ণগঞ্জে শতাধিক নদী দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশঅধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।