মির্জাগঞ্জে ঘুর্ণিঝড় জাওয়ায়েদ এ আমন ধান ও খেসরী ডালের ক্ষতি - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ঘুর্ণিঝড় জাওয়ায়েদ এ আমন ধান ও খেসরী ডালের ক্ষতি


মো. ফারুক খান মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ঘুর্ণিঝড় জাওয়ায়েদ এ আমন ধান,বিভিন্ন রকমের সবজি ও খেসারী ডালের ব্যাপক ক্ষতি হয়েছে। এবছর আমন ধানের বাম্পার ফলন দেখে কৃষকের বুক ভরা হাসি ছিলো। ঘুুর্নিঝড় জাওয়াদ কৃষকদের সেই বুক ভরা হাসি কেড়ে নিয়েছে। এখন বুক চাপা কষ্ট নিয়ে শুধু ধান ক্ষেতের দিকে তাকিয়ে আছে কৃষকরা।আবহাওয়া অনুকুলে থাকার কারনে মাঠে যেন সোনালী ধানের সমরাহ ছিলো। ধানের ফলন দেখে কৃষকের মুখে ছিল রঙিন হাসি। এ এলাকায় আর ১৫ থেকে ২০ দিন পরেই ধান কাটা শুরু হতো। ঘুর্ণিঝড় জাওয়ায়েদ কারনে শনিবার থেকে থেমে থেমে বৃষ্টি ও সোমবার রাত দশটার দিকে মুশালধারে এগারোটা পর্যন্ত বৃষ্টি পরে। এ টানা বৃষ্টির প্রভাবে আমন ধানের গাছগুলো বৃষ্টির পানিতে মিশে গেছে।উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,উপজেলায় এবার ১১ হাজার ৫ শত হেক্টর জমিতে এবারে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। মন প্রতি ১ হাজার ৪০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। কৃষকরা জানান,অতি বৃষ্টি ও বাতাসের ফলে ধান গাছ মাটিতে হেলে পড়েছে। একটানা বৃষ্টিতে সবজির ক্ষতি হয়েছে। তবে দুই- তিন দিনের মধ্যে আমন ধান ক্ষেতের পানি শুকিয়ে গেলে ক্ষতির পরিমাম কিছুটা কম হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃআরাফাত হোসেন জানান,ঘূর্ণিঝড় সৃষ্টির হবার পর পরই প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে ৫-৭ ডিসেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরণের ভারী বৃষ্টিপাত এবং ভারী বর্ষণের সম্ভাবনা আছে বলে কৃষকদের জানিয়ে দেয়া হয় এবং পরিপক্ক সবজি ও ৮০% পরিপক্ক আমন ধান সংগ্রহ করে নিরাপদ জায়গায়, বোরো ধানের বীজতলা ও আমন ধানের জমির নিষ্কাশন নালা পরিষ্কার রাখা,সবজি বপন, চারা রোপণ, সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং গবাদি পশু ও হাঁসমুরগীর থাকার জায়গা পরিষ্কার ও শুকনো রাখার কথা কৃষি বিভাগ থেকে বলা হয় কৃষকদের।ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে ফসলের ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। আমরা কৃষকদের পরার্মশ দিয়ে যাচ্ছি। তবে দুই দিনের মধ্যে আমন ধান ক্ষেতের পানি শুকিয়ে গেলে ক্ষতির পরিমাম কিছুটা কম হবে এবং ক্ষেতের পানি শুকিয়ে গেলে ধান কেটে সংরক্ষণ করার জন্য বলা হয়েছে।

Top