অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে ২ লক্ষ টাকা জরিমানা
অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে ২ লক্ষ টাকা জরিমানা মোবাইল কোর্ট ২ লক্ষ টাকা জরিমানা আদায়,বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন,৭৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ।রবিবার র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এর নেতৃত্বে পরিবেশঅধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়েএকটি টীম কর্তৃক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।অভিযানে সাফায়েতউল্লাহ এন্টারপ্রাইজ,ছোট কোরবানপুর,পিরোজপুর,সোনারগাঁও,নারায়ণগঞ্জ নামক কারখানায় অবৈধ পলিথিনউৎপাদনের জন্য ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। কারখানায় উৎপাদিত৭৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫(সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লংঘনের অপরাধে এ দন্ড প্রদান করা হয়।উল্লেখ্য,কারখানাটির মালিক মোঃ রাসেল। উল্লেখ্য, গত ৮ জুলাই, ২০১৯ তারিখেও কারখানাটিহতে অবৈধ ৮০০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গত ৩০ আগস্ট, ২০২০তারিখে র্যাব, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃআকতারুজ্জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেকারখানাটি সীলগালা করে বন্ধ করা হয়েছিল।এ অভিযানে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুজাহীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।