মির্জাগঞ্জে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির দুইযুগ পুর্তি উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পুর্তি উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় এ উপলক্ষে উপজেলা নব নির্মিত অডিটোরিয়াম থেকে একটি রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মৃধা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও সদ্য বিজয়ী ইউপি চেয়ারম্যান খান মোহাম্মদ আনোয়ার হোসেন খান,মো. আবদুল বারেক সিকদার,বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মতিউর রহমান খান,কৃষি বিষয়ক সম্পাদক মো. আবদুল করিম,ত্রান ও সমাজকল্যান সম্পাদক মো. আঃ ছত্তার হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম লোটাস, জাতীয় শ্রমিকলীগের মির্জাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফারুক খান, ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. রাকিব মৃধা প্রমূখ।