বরিশাল শিক্ষাবোর্ডের ১২১ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল শিক্ষাবোর্ডের ১২১ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা


খোকন হাওলাদার, বরিশাল:বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। সুষ্ঠু-সুন্দর পরিবেশে বোর্ডের অধীনে বিভাগের ৬ জেলার ১২১ কেন্দ্রে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। প্রথম দিন সকালে অনুষ্ঠিত হয় বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা। শেষ হয় সকাল সাড়ে ১১টায়।পরীক্ষা শুরুর আগে সকাল সাড়ে ৯টায় নগরীর সরকারী বরিশাল কলেজ কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফের মো. ইউনুস। এ সময় কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তিনি। করোনা প্রাদুর্ভাবের বিষয়টি মাথায় রেখে প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য একটি করে আইসোলেশন কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি।

এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধিনে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৮ হাজার ৪৪১ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ২০৪ জন, মানবিক বিভাগে ৪৩ হাজার ৩২৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ১১ হাজার ৯১৩ জন। সংক্ষিপ্ত সিলেবাসের এইচএসসি পরীক্ষা শেষ হবে আগামী ৩০ ডিসেম্বর।

Top