মির্জাগঞ্জে পরাজিত প্রার্থীর বসত ঘরে বিজয়ী প্রার্থীর হামলা\ আহত ১০
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউপি নির্বাচন পরবর্তী সহিংতায় নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছে। মির্জাগঞ্জ ইউনিয়নের ৫ নংওয়ার্ডেরবিজয়ী ইউপি সদস্যে মো. জুয়েল হাওলাদারের নেতৃত্বে পরাজিতপ্রার্থী মো. দেলোয়ার জোমাদ্দারের বসত-বাড়িতে হামলা ও ভাংচুরের
অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরেউপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামে। আহত ৬জনকেমির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছ-পরাজিত মোরগ মার্কার প্রার্থী মো. দেলোয়ারজোমাদ্দার(৫০),মোকলেছ জোমাদ্দার(৪০), আতিকুল ইসলাম(৩৫),জানা যায়,তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার মির্জাগঞ্জইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পরাজিত মোরগ মার্কার প্রার্থী মো.
দেলোয়ার জোমাদ্দারের মেয়ে মৌ এর সাথে বিজয়ী প্রার্থীর সমার্থকজিয়ার সাথে গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাচন নিয়ে কথাকাটাকাটি হয়। পরে মৌ এর পিতা মো. দেলোয়ার জোমাদ্দার জিয়াকেবাধাঁ প্রদান করে। বিষয়টি জিয়া বিজয়ী প্রার্থী মো. জুয়েলহাওলাদারকে মুঠোফোনে জানালে ইউপি সদস্য তিনি তাঁর দলবল ওদেশীয় অস্ত্র -লাঠিসোঠা নিয়ে পরাজিত প্রার্থীর বসত ঘরে হামলাকরে এবং তাদের পিটিয়ে গুরুত্বর জখম করে।
এ ঘটনার পর মির্জাগঞ্জথানা পুলিশ পরিদর্শন করেন। বিজয়ী ইউপি সদস্যপ্রার্থী মো. জুয়েল হাওলাদার বলেন, আমার সমার্থক মো. জিয়ারসাথে কথা কাটাকাটির খবর শুনে আমার লোকজন সেখানেছুটে যায় এবং আমার যাওয়ার সাথে সাথে পুলিশ ও নব নির্বাচিতইউপি চেয়ারম্যান ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।এব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদারবলেন, এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়াহবে।