আগৈলঝাড়ায়া রক্ত সহায়তায় 'ক্ষনস্থায়ী ডোনার্স ক্লাবের ৫১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায়া রক্ত সহায়তায় ‘ক্ষনস্থায়ী ডোনার্স ক্লাবের ৫১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন


খোকন হাওলাদার, বরিশাল:প্রায় প্রতিদিনই হাসপাতাল ও ক্লিনিকে রক্তের জন্য হাহাকার শোনা যায়। যখন যেখানে কেউ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রক্তের প্রয়োজন অনুভব করে সেখানেই ছুটে যান তারা। স্বেচ্ছায় রক্ত সংগ্রহ করে দিয়ে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর কাজে সহযোগিতা করেন। মূলত এটি একটি সংগঠন। নাম ‘ক্ষনস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাব’।জীবনের প্রত্যায়ে, আমরা সবাই একসাথে’ এই স্লোগানের মাধ্যমে ক্ষনস্থায়ী ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাতের উদ্ধোগে ২০২০ সালের ২১শে ডিসেম্বর, সোমবার চাকরিজীবী, ব্যবসায়ী, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে ‘ক্ষনস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাব’ । সংগঠনটির যাত্রা বরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে শুরু হলেও বর্তমানে সারাদেশের বিভিন্ন অঞ্চলে তারা রক্ত সংগ্রহ করছে। ক্লাবের কার্যক্রম পরিচালিত হয় সদস্যদের চাঁদা ও শুভাকাক্সক্ষীদের আর্থিক অনুদানে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় তারা মানুষকে রক্তদানে উৎসাহিত করে। বর্তমানে ফেসবুকে তাদের গ্রুপ মেম্বার ১০ হাজারেরও বেশি। দেশের প্রায় সকল জেলায় এই ক্লাবের সদস্য রয়েছে। আগৈলঝাড়ায়র বাইপাস এলাকায় অস্থায়ী কার্যালয় রয়েছে।

বরিশালের শেষ্ঠ রক্তদান সংগঠনের মধ্যে ক্ষনস্থায়ী ডোনার্স ক্লাব তার মধ্যে অন্যতম। সংগঠনটি রক্ত দানের পাশাপাশি অসহায়ও থ্যালাসেমিয়া রোগীর রক্ত উঠানোর জন্য রক্তের ব্যাগ ও প্রয়োজনীয় ওষুধপত্র সংগঠনের অর্থায়নে ক্রয় করে দেন। সেই সাথে সমাজসেবামূলক কাজে প্রায়ই জেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষনস্থায়ী ডোনার্স ক্লাবের মানবিক কার্যক্রম দেখা যায়। জেলার প্রতিটা উপজেলায় মানবিক কার্যক্রমে তাদের অংশগ্রহণ রয়েছে।এ লক্ষে ক্ষনস্থায়ী ডোনার্স ক্লাবের ৫১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।শনিবার (২৭ নভেম্বর ) সকালে ক্ষনস্থায়ী ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাতের নির্দেশনায় কে.এম সজল ইসলামের পরিচালনায় আগামী এক বছরের জন্য কমিটি ঘোষনা করা হয়েছে।

Top