হিজলা সাংবাদিক ইউনিয়ন কমিটির আন্তপ্রকাশ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলা সাংবাদিক ইউনিয়ন কমিটির আন্তপ্রকাশ


নিজস্ব প্রতিবেদক:বরিশালের হিজলায় ৯ সদস্য বিশিষ্ট “হিজলা সাংবাদিক ইউনিয়ন” কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আজ (২২ ডিসেম্বর২১) সোমবার বিকেল ৫টার দিকে কাউরিয়া বাজার অস্থায়ী কার্যালয়ে কমিটির আন্তপ্রকাশ ঘটে।এ সময় কাজী মহসিনের সভাপতিত্বে উক্ত সভায় আলোচন ও কমিটির সকল দায়িত্বশীল নিয়ে কমিটির অন্তপ্রকাশ করেন এবং তিনি উক্ত সংগঠনের মঙ্গল কামনা করেন।

ঘোষিত কমিটিতে সভাপতি কাজী মহসিন এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সাদ্দাম ছাড়াও জি বাংলা টিভি‘র মনির হোসাইন কে সহ-সভাপতি, সংবাদ সকাল এর হিজলা প্রতিনিধি দুলাল কে যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ বুলেটিন‘র রির্পোটার মো: রহমাতুল্লাহ পলাশ কে সাংগঠনিক সম্পাদক, হারুন গাজী কে কোষাধ্যক্ষ, মো: ফরিদ ঢালী কে দপ্তর সম্পাদক, মো: হাবিব দেওয়ান কে আইন বিষয়ক সম্পাদক, শামীম নোমান কে প্রচার সম্পাদক এবং কাজী সাহে আলম কে সদস্য করা হয়েছে।

Top