শার্শায় নির্বাচনী সহিংসতায় মোস্তাক ধাবক নামে একজনের মৃত্যু, আহত ২
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় নির্বাচনী সহিংসতায়আহত মোস্তাক ধাবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেচিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে বাগআঁচড়াইউনিয়নের (সতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক ধাবক এরছেলে।গত ১৬ নভেম্বর রাতে চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুল এরসমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে তার উপর আঘাত করে।
এতে সে গুরুতরআহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।এলাকাবাসী জানান শার্শা বাগআচড়া ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক এর সর্মথকরাবাগআঁচড়া সাতমাইল পশুর হাট থেকে বাড়ি ফেরার পথে বায়তুলমামুর জামে মসজিদ এর সামনে তাদের উপর বাগআচড়ারইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুল এরসমর্থকরা হামলা চালায় এতে বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকেরসমর্থক মোস্তাক ধাবক সহ আরো ২ জন গুরুতর আহত হয়।তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যপ্রেরণ করা হয়। পরে আজ রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়মোস্তাক ধাবক।