শার্শার কায়বা ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী টিংকুর নির্বাচনী প্রচারণা - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শার্শার কায়বা ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী টিংকুর নির্বাচনী প্রচারণা


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: আসন্ন ইউপিনির্বাচনে শার্শা উপজেলায় নির্বাচনী প্রচার প্রচারণায়চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সরগরম শহরের অলিগলি।ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা, সাথেরয়েছে সমর্থক ও কর্মীরা। সেই নির্বাচনী প্রচারণায়শার্শার ৭নং কায়বা ইউনিয়নের দলীয় নৌকা প্রার্থী হাসানফিরোজ আহমেদ টিংকু। তাঁর নেতৃত্বে চলছে ব্যাপকপ্রচারণা।বৃহস্পতিবার (১৮ নভেম্বর) কায়বা ইউনিয়নে এমনই প্রচার-প্রচারণা দেখা যায়।সরেজমিনে দেখা যায়, নৌকার কর্মীদের সাথে নিয়েচেয়ারম্যান পদপ্রার্থী হাসান ফিরোজ আহমেদ টিংকু দিন-রাত গণসংযোগ, উঠান বৈঠকের মধ্যে দিয়ে ভোটারদের কাছেউন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য নৌকা প্রতীকে ভোটপ্রার্থনা করছেন। এসময় তাদের মুখে শোনা যায়,‘শেখহাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। টিংকুভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’।শার্শার ৭নং কায়বা ইউনিয়নের নৌকা প্রার্থী ও বর্তমানচেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু বলেন, অত্যন্তসুশৃঙ্খলভাবে আমাদের প্রচার-প্রচারণা চলছে।আওয়ামীলীগ
সরকার কায়বা ইউনিয়নে যথেষ্ট উন্নয়ন করেছে। উন্নয়নেরস্বার্থে ভোটাররা আবারও নৌকা মার্কায় ভোট দেয়ারসিদ্ধান্ত নিয়েছেন।

Top