স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কথা বলে মোহনা টেলিভিশন- বিএমপি পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কথা বলে মোহনা টেলিভিশন- বিএমপি পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান


বিশেষ প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্যে দিয়েবরিশালে মোহনা টেলিভিশনের এক যুগ পালন করা হয়েছে।সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলএর সামনে কেক কেটে এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেনপ্রধান অতিথি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃশাহাবুদ্দিন খান বিপিএম বার। এসময় বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটমো: রকিবুর রহমান খান, বরিশাল রেঞ্জ অফিসের পুলিশ সুপারমো: নুরুল আমিন, বরিশাল র‍্যাব-৮ এর উপ-পরিচালক মেজরজাহাঙ্গীর আলম, বরিশাল জেলার এডিশনাল এসপি মোঃ ফরহাদসরদার, এনডিসি মোঃ নাজমুল হুদা, সিনিয়র সাংবাদিকআলম রায়হান, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপনখন্দকার, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবেরসহ-সভাপতি এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্সইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, শহীদ আবদুর রবসেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিকসম্পাদক সুখেন্দু এদবর ও বিআরইউ সাধারণ সম্পাদক মিথুনসাহা।প্রধান অতিথির বক্তব্য পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খানবলেন, মোহনা টেলিভিশন সব সময় মুক্তিযুদ্ধের কথা বলে।স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ধারায় দেশ গঠনে অগ্রনী ভ‚মিকারাখছে মোহনা টেলিভিশন। এছাড়া হাজার বছরের ঐতিহ্যবাহীও সংস্কৃতি তুলে ধরে আসছে দীর্ঘদিন যাবৎ এই

টেলিভিশনটি। ইউপি নির্বাচন সম্পর্কে প্রধান অতিথিবলেন, আমরা বরিশালের প্রশাসন ইতোমধ্যে আস্থা অর্জন করতেসক্ষম হয়েছি। জনগণ ও প্রশাসনের ঐক্যবদ্ধ শক্তিই এবারে সুষ্ঠনির্বাচন উপহার দিতে পেরেছি। আমরা বরিশাল একটি মডেলশহর হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা আমাদের আপনজন।আমরা নিষ্ঠার সাথে কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশএগিয়ে নিতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্নদেখিয়েছেন তা আমরা পূরন করে বাস্তবায়ন করে বিশ্বের বুকেমাথা উচু করে দাড়াবো। তিনি আরো বলেন মুবিজ বর্ষেআমরা বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা জানাবো। কারন তিনিদেশের জন্য জীবন দিয়েছেন। একইসাথে মুক্তিযুদ্ধের চেতনায়বিশ্বাসী মোহনা টেলিভিশনের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা
করেন প্রধান অতিথি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সাংবাদিকক্লাবের সভাপতি, মোহনা টেলিভিশনের বরিশাল বিভাগীয়
প্রধান এবং দৈনিক সকালের বার্তার প্রকাশক ও সম্পাদক শেখশামীম। এসময় অতিথিরা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীমোহনা টেলিভিশনের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন। এছাড়ামোহনা টেলিভিশনের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।

Top