হিজলায় জুয়ারু কে কারাদণ্ড - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় জুয়ারু কে কারাদণ্ড


হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই জুয়ারু কে গ্রেফতার করেছে হিজলা থানা পুলিশ।8 অক্টোবর রাতে হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়ার নেতৃত্বে বাউশিয়া গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে বাউশিয়া গ্রামের ছমেতপালোয়ানের ছেলে আলামিন ও একই গ্রামের আরিফকে গ্রেফতার করে।

আসামি আলামিনকে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার ভূমি এক মাসের বিনাশ্রম কারাদণ্ড অপর আসামি আরিফকে দুই শত টাকা জরিমানা।ইকো থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া বলে খুব অল্প সময়ের মধ্যেই জুয়া মাদক নির্মূল করার মিশনে নেমেছে। তিনি আরও বলেন সকলে সহযোগিতা করলে নির্মূল করা অসম্ভবের কিছু নায়।

Top