মির্জাগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষকদের ধান কাটা সহজ করতে উপজেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টারমেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলাপরিষদ চত্ত¡রে এ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরনপ্রকল্পের আওয়তায় উন্নয়ন সহায়তা(৫০% ভর্তুকি) কার্যক্রমের অংশ হিসেবেকৃষি যন্ত্র দুই কৃষকের হাতে দু’টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলেদেওয়া হয়। এ সময় এখানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রান ওসমাজক্যান বিষয়ক সম্পাদক,মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাতহোসেন,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. নজরুল ইসলাম,উপজেলাশ্রমিকলীগের সাধারন সম্পাদক মো. ফারুক খানসহ উপসহকারী কৃষিকর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। কম্বাইন্ড হারভেস্টার মেশিন দু’টির মূল্যপ্রায় ৬২ লাখ টাকা। সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তাকর্মসূচির আওতায় মেশিন দু’টি ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মধ্যে বিতরণকরা হয়েছে। ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই দুই কৃষক হলেন, উপজেলারকাকড়াবুনিয়া ইউনিয়নের মো. মাহাবুব হোসেন ও মজিদবাড়িয়া ইউনিয়নেরমো. আশরাফুল ইসলাম।
এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে। সরকারের এইউদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার কৃষকরা। উপজেলা কৃষি অফিসারকৃষিবিদ মো. আরাফাত হোসেন বলেন,মির্জাগঞ্জে কিছুদিনের মধ্যেই আমনধান কাটা শুরু হবে। কিন্তু চলমান করোনা পরিস্থতিতে দেখা দিতে পারে শ্রমিকসংকট। এ লক্ষে উপজেলার দুইটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে অনেক জমির ধানকাটাতে পারবে। এতে কৃষকদের পরিশ্রম ও অর্থ দুটোই সাশ্রয় হবে বলে আমিবিশ্বাস করি।