হিজলায় শিশু ধর্ষণ চেষ্টা,থানায় মামলা, আসামি গ্রেফতার
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদি ইউনিয়নের কাকুরিয়া গ্রামের সাদ্দাম রাড়ী ৯ বছরের শিশু কন্যা তৃতীয় শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রীকে পার্শ্ববর্তী শংকরপাশা গ্রামের ইদ্রিস মাঝির বখাটে ছেলে দুই সন্তানের জনক দেলু মাঝি ধর্ষণের চেষ্টা করে।সরেজমিনে গিয়ে জানা যায় ২৭ অক্টোবর বিকাল তিনটার দিকে শিশুটি গরুর ঘাস কাটার জন্য বাড়ির পাশের ধানক্ষেতে যায়।তখন বখাটে দেলু মাঝি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে তখন মেয়েটির ডাকচিৎকার দিলে পাশের বাড়ির লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে,দেলু মাঝি তখন পালিয়ে যায়।
ওই ঘটনায় পহেলা নভেম্বর মেয়ের মা মরিয়ম বেগম বাদী হয়ে হিজলা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে।মামলার কয়েক ঘণ্টা পরেই বখাটে দেলু মাঝিকে হিজলা থানা পুলিশ গ্রেফতার করেছে।হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া বলেন ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মত ঘটনার সাথে হিজলা থানা পুলিশের কোন আপোষ নেই।