উজিরপুরে ৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৫শ চারা বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে ৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৫শ চারা বিতরণ


খোকন হাওলাদার, বরিশাল:জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী বৃক্ষ রোপণ লক্ষ্যে বরিশালের উজিরপুরে ফলজ, বনজ ও ঔষধি চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।রোববার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে পৌরসভা সহ ৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠান ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়েছে। ৪৪ টি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ টি করে এবং মাধ্যমিক ১টি ও উচ্চ মাধ্যমিক ২টি বিদ্যালয়ে ১০০ টি করে চারা বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা বন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ।

Top