চরমোনাইতে সাকিব হত্যার বিচার চায় এলাকাবাসী
মোহাম্মাদ রফিকুল ইসলাম:বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে রাজারচর গ্রামের ০৫ নং ওয়ার্ডের মোঃ আনোয়ার খানের পুত্র মোঃ সাকিব (১৫) হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। সুত্র থেকে জানাযায় গত ৩/১০/২০২১ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬ টা থেকে ৬ঃ৩০ সময়ের মধ্যে ঐ একি এলাকার মোঃ সালাম হাওলাদারের পুত্র মোঃ রমজান সাকিবের বাসা থেকে ডেকে নিয়ে যায় বলে জানাযায়, প্রতিদিনের নেয় সাকিব বাসায় না ফেরায় স্বজনদের চিন্তা হতে থাকে, অনেক খোঁজা খুজির পরে সাকিব কে না পেয়ে অর্থাৎ ০৪/১০/২০২১ তারিখ কোতোয়ালি মডেল থানায় সাধারন ডায়েরি করেন স্বজনরা, পরের দিন ৫/১০/২০২১ তারিখ দুপুর ১:৩০ সময় ঐ একি এলাকার আলাউদ্দিনের সুপারি বাগান থেকে মৃত্যু অবস্থায় সাকিবকে পাওয়া যায় বলে জানা গেছে।নিহত সাকিবের স্বজন সহ এলাকাবাসীরা বলেন আমরা যখন সাকিবকে না পেয়ে রমজানকে জিগ্যাসা করিলে রমজান বলেন আমি আর সাকিব দুই জনে মিলে রাতে সুপারি গাছ থেকে সুপারি পারিবার জন্য মৃতঃ আবুল মিরার পুত্র মোঃ জাকিরের গাছে উঠি তখন আামাদের দিকে জাকির টর্চ লাইট মারে আমি তখন তারাতাড়ি গাছ থেকে নেমে পালিয়ে জাই, সাকিব ও তখন আর একটা গাছের মাথায় ছিল পরে কি হইছে আমি জানিনা, উক্ত ঘটনা আমরা কোতোয়ালি মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা মোঃ নিজাম মাহমুদ ফকিরকে অবহিত করিলে রমজান ও জাকিরকে থানায় ধরে নিয়ে যায়, তাদের কথা মতো হারুন রিফাত রিদয় কেও থানায় ধরে নিয়ে যায় পরে তাদেরকে ছেরে দেওয়া হয়।
ছেরে দেওয়ার পর তারা ঐ এলাকা থেকে পালিয়েছে বলে জানাযায় , উক্ত ঘটনায় ঐ এলাকায় ব্যাপক চান চল্যকর পরিস্থিতির সৃষ্টিহয়, পরিকল্পিত ভাবে সাকিবকে হত্যা করিয়া লাশ গুম করিবার উদ্দেশ্য মনে করেন স্বজনরা ,সুষ্ঠ তদন্ত স্বপক্ষে দুষি দের দৃষ্টান্ত মুলুক বিচার কামনা করেন এলাকাবাসী , উক্ত ঘটনার ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করা হয়েছে মামলা নং ১২ ।