বেনাপোল স্থলবন্দরের ১৪শ’ হ্যান্ডলিং শ্রমিক পেল করোনা ভ্যাকসিন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল স্থলবন্দরের ১৪শ’ হ্যান্ডলিং শ্রমিক পেল করোনা ভ্যাকসিন


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরের ১৪শ’ হ্যান্ডলিং শ্রমিকদের মাঝে করোনা ভাইরাস এর ভ্যাকসিন প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।বুধবার (২৯ সেপ্টেম্ব) সকাল সাড়ে ১১টার দিকে বেনাপোল বন্দরের ৩১ নং শেডে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ ও ৮৯১ এর সকল শ্রমিকদের মাঝে করোনা ভ্যকসিন প্রদান করা হয়।

বেনাপোল বন্দরের সমন্বয়ক সভাপতি কলিমুদ্দিন মোল্লার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দরের পরিচালক মনিরুজ্জামান, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী, বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শ্রমিক ইউনিয়ন সভাপতি রাজু আহম্মেদ ও সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান অহিদ,বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল কহ মুকুল,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Top